জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষার মধ্যে দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার (১৮ জুন) সকাল ৯টায় আইবিএ ইউনিটের মধ্য দিয়ে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। পরে পর্যায়ক্রমে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ অধিভুক্ত ‘সি-১’ ইউনিট, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটে ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে। প্রথম দিনে অনুষ্ঠিত আইবিএ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে লড়াই করছে ৫ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে লড়াই করছেন ১১৭ জন শিক্ষার্থী। ‘সি-১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে লড়াই করবে ৫ হাজার ৬৫ জন। এই ইউনিটে প্রতি আসনে লড়াই করবে ৮০ জন। ‘সি’ ইউনিটে ৩৮৮টি আসনের বিপরীতে লড়বে ৪১ হাজার ৪৪৫ জন শিক্ষার্থী। সে অনুযায়ী এই ইউনিটে প্রতি আসনে লড়াই করবে ১০৭ জন শিক্ষার্থী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে