টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশনে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানের মধ্যেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তান ৮ উইকেটে ১৪৪ রান করে চা-বিরতিতে যায়। ফলো-অন এড়াতে এখনো তাদের প্রয়োজন ৩৯ রান। পরে আবার ব্যাটিং করতে নেমে ১৪৬ রানেই শেষ হয় আফগানিস্তানের প্রথম ইনিংস। ফলো-অনে পড়ে আফগানিস্তান। ২৩৬ রানে এগিয়ে থেকে আফগানিস্তানকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।