প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগের তৃতীয় আসরের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে স্বাগতিক নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়েছে লুকা মদ্রিচের দল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল ক্রোয়াটরা। রোমাঞ্চ, নাটকীয়তা, হতাশা, উৎকণ্ঠা, আনন্দ সবই ছিল এই ম্যাচে। ৯০ মিনিটে দুই দলের চার গোলের দুর্দান্ত লড়াইয়ের পর অতিরিক্ত সময়ে আরও ২ গোল করে প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।
নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার (১৫ জুন) মুখোমুখি হবে ইতালি-স্পেন। উভয় দলের জয়ী দলের বিপক্ষে আগামী রোববার (১৮ জুন) ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।