টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফেরা জাকির হাসান। আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের বলে খোঁচা দিয়েই তিনি উইকেটরক্ষকের তালুবন্দী হয়েছেন। ফলে মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এর আগে সেঞ্চুরি দিয়ে অভিষেক রাঙানো জাকির এদিন ২ বলের মোকাবিলায় করেছেন ১ রান। তার আবেদনের পর শুরুতে আউট দেননি আম্পায়ার পল রাইফেল। এরপর আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী রিভিউর আবেদন করেন। আল্ট্রা-এজে দেখা যায়, অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে জাকিরের ব্যাট একটু করে ছুঁয়ে গেছে। ফলে কিছু সময়ের বিরতির পর দলে ফেরাটা সুখকর হলো না বাঁ-হাতি এই ওপেনারের। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৬ রান করেছে।