নারী ইমার্জিং এশিয়া কাপের খেলা আগামীকাল (১২ জুন) থেকে শুরু হচ্ছে । প্রথম দিনই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হংকংয়ের মং ককের মিশন রোড গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১ টায় খেলাটি শুরু হবে। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ, মালয়েশিয়া ছাড়াও আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।
টুর্নামেন্টে অংশ নিতে লতা মন্ডলের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ১০ জুন হংকংয়ের উদ্দেশে রওনা দেয়। এই টুর্নামেন্টে সহযোগী সদস্য দেশগুলো মূল দল খেলালেও বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের মতো পূর্ণ সদস্য দলগুলো খেলাচ্ছে ‘এ’ দল। গ্রুপ পর্বে বাংলাদেশ ১৪ জুন শ্রীলঙ্কা ও ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমি-ফাইনালে। ২১ জুন ফাইনাল।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল: লতা মন্ডল (অধিনায়ক), সুবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝর্ণা আক্তার, রুবেয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।