দেশের সকল সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের অধ্যক্ষ পদে বদলি ও পদায়ন আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ জুন। আবেদনের এ ধাপে বিসিএস ১৪ থেকে ১৬ ব্যাচের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন৷
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।