বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের ওভালে গত ৭ জুন প্রথম দিন শেষে ৮৫ ওভারে অস্ট্রেলিয়া ৩ উইকেটে করেছে ৩২৭ রান। হেড ১৫৬ বলে ২২টি চার আর ১টি ছয়ে ১৪৬ রানে অপরাজিত আছেন । ২২৭ বলে ১৪ চারে ৯৫ রানে অপরাজিত আছেন স্মিথ। দুজনের জুটির রান ২৫১। সকালে টস জিতে বোলিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০১৫ সালের নভেম্বরের পর ভারত এই প্রথম কোনো টেস্টে আগে বোলিং নিল। ভারতের মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও শার্দুল ১টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩২৭/৩ (ওয়ার্নার ৪৩, খাজা ০, লাবুশেন ২৬, স্মিথ ৯৫*, হেড ১৪৬*; শামি ২০-৩-৭৭-১, সিরাজ ১৯-৪-৬৭-১, উমেশ ১৪-৪-৫৪-০, শার্দুল ১৮-২-৭৫-১, জাদেজা ১৪-০-৪৮-০)