এফএ কাপের ফাইনালে আজ রাতে (৩ জুন) মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপে সবশেষ ৬ ম্যাচের পাঁচটি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের সবশেষ জয় ২০১২ সালের জানুয়ারিতে, অ্যাওয়ে ম্যাচে ৩-২ গোলে। এই সময়ে সিটির একমাত্র জয়টি ২০১০-১১ মৌসুমের সেমি-ফাইনালে। ওয়েম্বলি স্টেডিয়ামে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হবে ম্যানচেস্টারের দুই দল সিটি ও ইউনাইটেড। বাকি দুটি ম্যাচই ছিল ২০১১ সালে; এফএ কাপের সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছিল সিটি আর কমিউনিটি শিল্ডে ৩-২ গোলে জয় পেয়েছিল ইউনাইটেড।
এফএ কাপে দ্বাদশবারের মতো ফাইনাল খেলছে ম্যানচেস্টার সিটি। আগের ১১টি ফাইনালের ছয়টিতে জিতেছিল তারা, হার পাঁচটিতে। সবশেষ ২০১৯ সালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সিটি।