ফরাসি লিগে টানা চতুর্থবারের মতো সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন কিলিয়ান এমবাপে। ফরাসি লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত এমবাপে। লিগ ওয়ানের চলতি মৌসুমে এখনও পর্যন্ত ২৮টি গোল করেছেন এমবাপে। তাতে পঞ্চমবারের মতো এই লিগে শীর্ষ গোলদাতার পুরস্কার পাওয়ার পথে রয়েছেন তিনি। যদিও ম্যাচ বাকি রয়েছে আরও একটি। সেরা গোলদাতা হওয়ার দৌড়ে তার পেছনেই রয়েছেন লিঁওর ফরোয়ার্ড আলেকজান্ডার লাকাজাতে। তার গোলসংখ্যা ২৭টি। এদিকে ফুটবল পাড়ায় গুঞ্জন, মৌসুম শেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এমবাপে। যদিও গত কয়েক মৌসুম ধরেই এই গুঞ্জন রয়েছে। তা সত্ত্বেও গত মৌসুমে পিএসজির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন। ২০২৪ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হবে।