আর্জেন্টিনায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ইতালির কাছে ধাক্কা খায় ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে ‘দুর্বল’ ডমিনিকা রিপাবলিককে উড়িয়ে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিলের যুবারা। গত ২৪ মে আর্জেন্টিনার স্টেডিয়ামে ডমিনিকা রিপাবলিকের জালে ৬ গোল দিয়েছে জুনিয়র সেলেসাওরা। এই জয়ে ইতালিকে টপকে গ্রুপের ২য় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হবে ব্রাজিলের যুবাদের।