টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৭ রান করে পাকিস্তান। ২৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ও সিরিজ বাঁচাতে তৃতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না কিউইদের। কিন্তু শেষ পর্যন্ত সেই জয়টা আর পাওয়া হলো না নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৪৯.১ ওভারে ২৬১ রানে অলআউট হয়। টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো পাকিস্তান। করাচিতে ৩ মে ২৬ রানে তৃতীয় ওয়ানডে জিতে পাঁচ ম্যাচের সিরিজে টানা তিন জয়ে ৩-০ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাবর আজমের পাকিস্তান।
২০১১ সালের পর এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান।