অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৭ জুন ওভালে শুরু হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক বছর পর আবারও ভারতের টেস্ট দলে ফিরলেন অজিঙ্কা রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডে নাম আছে তার। আইপিএলে দুর্দান্ত খেলে রাহানে পাঁচ ম্যাচে ২০৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ফরম্যাট যদিও ভিন্ন, তবুও রাহানের টেস্ট দলে ফেরার পেছনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে তার আইপিএল ফর্ম। রঞ্জি ট্রফির গত আসরেও দুই সেঞ্চুরিসহ ৫৭.৬৩ গড়ে ৬৩৪ রান করেন রাহানে।
১৫ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।