জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের গত ১৯ এপ্রিলের এক প্রতিবেদনে বলা হয়, আল হিলাল বনাম আল নাসেরের ম্যাচের (১৮ এপ্রিল) পর খেলোয়াড়েরা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন গ্যালারিতে দর্শকেরা রোনালদোর উদ্দেশে ‘মেসি, মেসি’ বলে স্লোগান তুলেছিল। আল হিলালের সমর্থকেরা এই স্লোগান তুলেছিল। ঠিক সে সময় গ্যালারির দিকে না তাকিয়েই রোনালদো অশোভন অঙ্গভঙ্গি করেন। সেই চিৎকার শুনে মাঠ থেকে বেরোনোর সময় নিজের পুরুষাঙ্গে হাত দিতে দেখা যায় রোনালদোকে। আর তার এমন ভঙ্গি মেসির নামে চিৎকার করতে থাকা আল হিলালের সমর্থকদের উদ্দেশে ছিল বলে দাবি করা হচ্ছে। রোনালদোর এমন আচরণ সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। আর রোনালদোর এই অশালীন ‘অঙ্গভঙ্গি’ ভালোভাবে নিচ্ছেন না সৌদি আরবের ফুটবলভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগিজ তারকাকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবি উঠেছে। যদিও ম্যাচে আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে রোনালদোর ক্লাব আল নাসের।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোনালদোকে দেশ ছাড়া করার দাবি জানিয়েছেন সে দেশের একাংশ মানুষ। যদিও রোনালদোর ক্লাব আল নাসের তার পাশেই দাঁড়িয়েছে। আল নাসেরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রোনালদোর কুঁচকিতে চোট রয়েছে। সেই কারণে ওই জায়গায় হাত দিয়েছিলেন তিনি। রোনালদো কোনও সমর্থককে অপমান করার জন্য এমন অঙ্গভঙ্গি করেননি বলে দাবি আল নাসেরের।