সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও নিতে হবে গুরুত্ব সহকারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা’ থেকে ৮টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
ক. সমুদ্র স্রোত খ. বানের স্রোত
গ. নদী স্রোত ঘ. জোয়ার-ভাটার স্রোত
উত্তর: ঘ. জোয়ার-ভাটার স্রোত।
২. উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ১২ নটিক্যাল মাইল খ. ২০০ নটিক্যাল মাইল
গ. ২২০ নটিক্যাল মাইল ঘ. ১২০ নটিক্যাল মাইল
উত্তর: খ. ২০০ নটিক্যাল মাইল।
৩. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য কোনটি?
ক. পাট ও পাটজাত পণ্য খ. তৈরি পোশাক
গ. চা ঘ. হিমায়িত চিংড়ি
উত্তর: খ. তৈরি পোশাক।
৪. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
ক. পৃথিবী খ. মঙ্গল
গ. বৃহস্পতি ঘ. শনি
উত্তর: গ. বৃহস্পতি।
৫. বছরের সবচেয়ে বড় দিন?
ক. ২০ জুন খ. ২৩ জুন
গ. ২১ জুন ঘ. ২৪ জুন
উত্তর: গ. ২১ জুন।
৬. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা কোনটি?
ক. মেঘনা খ. কর্ণফুলি
গ. পদ্মা ঘ. যমুনা
উত্তর: খ. কর্ণফুলি।
৭. কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ?
ক. ভুটান খ. চীন
গ. মিয়ানমার ঘ. নেপাল
উত্তর: গ. মিয়ানমার।
৮. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: খ. ৩টি।