সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও নিতে হবে গুরুত্ব সহকারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. ‘আমার ঘরের চাবি পরের হাতে’ গানটির রচয়িতা কে?
ক. লালন শাহ্ খ. হাসন রাজা
গ. পাগলা কানাই ঘ. রাধারমণ দত্ত
উত্তর: ক. লালন শাহ্।
২. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়?
ক. ১৮৬৫ সালে খ. ১৮৬০ সালে
গ. ১৮৬৭ সালে ঘ. ১৮৬১ সালে
উত্তর: ঘ. ১৮৬১ সালে।
৩. ‘নদী ও নারী’ উপন্যাসটি কার লেখা?
ক. কাজী আবদুল ওদুদ খ. হুমায়ুন কবির
গ. রশীদ করীম ঘ. আবুল ফজল
উত্তর: খ. হুমায়ুন কবির।
৪. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস-
ক. রিক্তের বেদন খ. সর্বহারা
গ. আলেয়া ঘ. কুহেলিকা
উত্তর: ঘ. কুহেলিকা।
৫. জসীমউদ্দীনের নাটক-
ক. রাখালী খ. মাটির কান্না
গ. বেদের মেয়ে ঘ. বোবাবাহিনী
উত্তর: গ. বেদের মেয়ে।
৬. ‘হুলিয়া’ কবিতা কার রচনা?
ক. আবুল হাসান খ. আবুল হোসেন
গ. নির্মলেন্দু গুণ ঘ. মহাদেব সাহা
উত্তর: গ. নির্মলেন্দু গুণ।
৭. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি-
ক. পঞ্চতন্ত্র খ. শাশ্বত বঙ্গ
গ. কালান্তর ঘ. প্রবন্ধ সংগ্রহ
উত্তর: ক. পঞ্চতন্ত্র।
৮. চর্যাপদ কোন ছন্দে লেখা?
ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর ছন্দ
উত্তর: খ. মাত্রাবৃত্ত।
৯. ‘বীরবল’ কার ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী
গ. মুনীর চৌধুরী ঘ. সমরেশ বসু
উত্তর: খ. প্রথম চৌধুরী।
১০. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
ক. ওরা কদম আলী খ. কবর
গ. জন্ডিস ও বিবিধ বেলুন ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর: খ. কবর।