তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। গত ৭ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার সময় ৫১ রানে অপরাজিত থাকেন মুশফিক। এখন পর্যন্ত ৪৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তার সংগ্রহ ১৪ হাজার ৪৩ রান। ব্যাটিং গড় ৩৪.১৬; সেঞ্চুরি ১৯টি, ফিফটি ৭৫টি।
বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক রানের তালিকায় শীর্ষে আছেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে ১৫ হাজার রানের কীর্তিও আছে তার। ৩৮১ ম্যাচে তার রানসংখ্যা ১৫ হাজার ৪৫; গড় ৩৫.৪৮। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি আছে ২৫টি এবং ফিফটি ৯৩টি। তালিকার তিনে থাকা সাকিব আল হাসানের মোট আন্তর্জাতিক রানসংখ্যা ১৩ হাজার ৮৮৫। ম্যাচ খেলেছেন ৪১১টি, ব্যাটিং গড় ৩৪.৭১। ব্যাট হাতে তার মোট সেঞ্চুরি ১৪টি এবং ফিফটি আছে ৯৬টি।