সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও নিতে হবে গুরুত্ব সহকারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক. কাঁদো নদী কাঁদো খ. নেকড়ে অরণ্যে
গ. রাঙা প্রভাতে ঘ. প্রদোষে প্রাকৃতজন
উত্তর: খ. নেকড়ে অরণ্যে।
২. ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
ক. মাওলানা ভাসানী খ. আবুল ফজল
গ. শেখ মুজিবুর রহমান ঘ. শহীদুল্লা কায়সার
উত্তর: গ. শেখ মুজিবুর রহমান।
৩. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯২৩ সালে খ. ১৯২০ সালে
গ. ১৯২২ সালে ঘ. ১৯১৮ সালে
উত্তর: গ. ১৯২২ সালে।
৪. ‘একুশে ফেব্রুয়ারি’র গানটির সুরকার কে?
ক. সুবীর সাহা খ. আলতাফ মাহমুদ
গ. সুধীন দাস ঘ. আলতাফ হোসেন
উত্তর: খ. আলতাফ মাহমুদ।
৫. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
ক. পদ্মরাগ খ. পদ্মমণি
গ. পদ্মাবতী ঘ. পদ্মগোখরা
উত্তর: ক. পদ্মরাগ।
৬. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. শেখ ফজলুল হক
গ. প্রমথ চৌধুরী ঘ. মোহাম্মদ নাসির উদ্দিন
উত্তর: গ. প্রমথ চৌধুরী।
৭. ‘বাঁধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
ক. কবিতা খ. উপন্যাস
গ. নাটক ঘ. ভ্রমণ কাহিনী
উত্তর: খ. উপন্যাস।
৮. চন্দ্রাবতী কি?
ক. নাটক খ. কাব্য
গ. পদাবলি ঘ. পালাগান
উত্তর: খ. কাব্য।
৯. ‘মতিচূর’ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কোন ধরনের রচনা?
ক. প্রবন্ধ খ. উপন্যাস
গ. নাটক ঘ. ভ্রমণ কাহিনী
উত্তর: ক. প্রবন্ধ।
১০. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
ক. শেষপ্রশ্ন খ. শেষলেখা
গ. শেষকথা ঘ. শেষদিন
উত্তর: খ. শেষলেখা।