মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে আয়ারল্যান্ডের চেয়ে ৪৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দ্বিতীয় সেশন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৭০ রান করেছে।
দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ৪৫ বলে নয় বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত সাকিব ১২ চারে ৭৪ বলে ৭৪ রান করে অপরাজিত আছেন। তার সাথে ৭৭ বলে ৫৩ রান করে ব্যাট করছেন আছেন মুশফিকুর রহিমও।