নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারায় অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। ফলে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে মূল পর্বে আসতে হবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার সামনে প্রতিপক্ষ ছিল তুলনামূলক দূর্বল দল নেদারল্যান্ডস। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে পয়েন্ট টেবিলের আটে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে দু’দলেরই পয়েন্ট এখন সমান ৮৮ হলেও, নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে। ৯ ম্যাচ জেতা ক্যারিবিয়ানদের অবস্থান অষ্টম এবং ৮ জয়ে দক্ষিণ আফ্রিকা আছে নবম স্থানে। আগামীকাল (২ এপ্রিল) সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলেই ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে শীর্ষ আটে উঠে আসবে দক্ষিণ আফ্রিকা। তাহলে ভারতে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ অনেকটাই সুগম হবে দক্ষিণ আফ্রিকার।
বর্তমানে লড়াইয়ে টিকে আছে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। তবে আগামীকাল (২ এপ্রিল) নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতে নিলে ও মে মাসে আয়ারল্যান্ড বাংলাদেশকে ধবলধোলাই করতে না পারলে অষ্টম দল হিসেবে দক্ষিণ আফ্রিকাই ভারতের টিকিট পেয়ে যাবে।