সাকিব-লিটন ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশে আজ শনিবার (১ এপ্রিল) সকাল ৮টায় একটি চাটার্ড ফ্লাইটে দেশ ছাড়েন মুস্তাফিজুর রহমান। আজ শনিবার মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান। দিল্লির একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।
মুস্তাফিজ ছাড়া দিল্লি ক্যাপিটালসে দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিদি বিদেশি পেসার হিসেবে দলে আছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের কারণে দুজনই এখন দক্ষিন আফ্রিকার দলের সঙ্গে রয়েছেন। তাই লখনৌর বিপক্ষে মুস্তাফিজের খেলার সম্ভাবনা রয়েছে। হয়তো সে কারণেই মুস্তাফিজকে চার্টার বিমানে করে উড়িয়ে নিয়ে গেছে দিল্লি ক্যাপিটালস।