সকাল থেকেই রোদ-মেঘের লুকোচুরি খেলা চলছিল চট্টগ্রামে। অবশেষে টস হতেই দমকা হাওয়ার সঙ্গে নামল তুমুল বৃষ্টি। ঝড়ো বাতাসের কারণে টসের পরপরই ঢেকে ফেলা হয়েছিল উইকেট ও চারপাশ। কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২য় টি-টোয়েন্টিতেও টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। আজ বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
বৃষ্টি থেমেছে, কিন্তু বাতাসের বেগ এখনো প্রবল। কাভারও সরানো হয়নি এরপরই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে উঠেছে রোদ। প্রায় ৫৫ মিনিট পর সরানো হচ্ছে কাভার। এমনিতে এ সিরিজে ম্যাচপ্রতি এক ঘণ্টা অতিরিক্ত ব্যবহার করা যাবে ফল আনতে, তবে এ ম্যাচে ওভার কাটা যাওয়া শুরু হয়ে যাওয়ার কথা এরই মধ্যে।
বাংলাদেশ দল : লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড দল : মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।