আগের টি-টোয়েন্টি ম্যাচে ২৫৮ রান করেও হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। গত ২৮ মার্চ অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২২০ রান করে। তারপরও ৭ রানে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে এই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাও ২-১ তে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।