উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান। প্রথম বার মেয়েদের আইপিএলেই ট্রফিতে নিজেদের নাম লিখল মুম্বাই ইন্ডিয়ান্স। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। ৩৫ রানের মধ্যে তিন উইকেট হারায় দিল্লি। ইসি ওয়ং একাই তিন উইকেট তুলে চাপে ফেলে দেন তাদের। কিন্তু ল্যানিং লড়াই চালিয়ে যান। তিনি ২৯ বলে ৩৫ রান করেন। তিনি যখন আউট হন তখন দিল্লির স্কোর ৭৪/৫। এর পরেই দিল্লির ব্যাটিং হুড়মুড় করে ভেঙে পড়ে। হিলি ম্যাথুজ় চার ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। দিল্লির স্কোর হয় ৭৯/৯। পরে ভারতের দুই বোলার শিখা পাণ্ডে এবং রাধা যাদব শেষ উইকেট জুটিতে তুলেন ৫২ রান। শিখা ১৭ বলে ২৭ রান করেন এবং রাধা ১২ বলে ২৭ রান করেন। ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করে।
১৩২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই ২৩ রানে ২ উইকেট হারালেও হরমনপ্রীত এবং ন্যাট সিভার ব্রান্ট দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। তারা ৭২ রানের জুটি গড়েন। হরমনপ্রীত ৩৭ রান করে আউট হয়ে গেলেও সিভার শেষ পর্যন্ত ৬০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। পরে এমেলিয়া কের ৮ বলে ১৪ রান করলে মুম্বাই ইন্ডিয়ান্স ১৯ ওভার ৩ বলে ৩ উইকেটে ১৩৪ রান করে ৭ উইকেটের জয় তুলে নেয়।