সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে অনুষ্ঠিত হবে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়বলী’ থেকে ৮টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
ক. ঢাকা খ. খুলনা গ. বরিশাল ঘ. যশোর
উত্তর: ঘ. যশোর।
২. বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক. দ্বিতীয় খ. প্রথম
গ. চতুর্থ ঘ. তৃতীয়
উত্তর: ক. দ্বিতীয়।
৩. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২ মোতাবেক বাংলাদেশের মোট সাক্ষরতার হার কত?
ক. ৭৫.৭৫% খ. ৭৪.৬৬% গ. ৭৬.৬৭% ঘ. ৭৭.৭৫%
উত্তর: খ. ৭৪.৬৬%।
৪. ভাসানচর কোন জেলায় অবস্থিত?
ক. চট্টগ্রাম খ. বরিশাল গ. নোয়াখালী ঘ. পটুয়াখালী
উত্তর: গ. নোয়াখালী।
৫. বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
ক. ৭টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৪টি
উত্তর: ক. ৭টি।
৬. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র দৈর্ঘ্য কত?
ক. ২৫ কিলোমিটার খ. ২৪ কিলোমিটার গ. ২৬ কিলোমিটার ঘ. ২৮ কিলোমিটার
উত্তর: খ. ২৪ কিলোমিটার।
৭. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোন দুটি জেলাকে যুক্ত করবে?
ক. ঢাকা ও গাজীপুর খ. ঢাকা ও মানিকগঞ্জ গ. ঢাকা ও কুমিল্লা ১৯৪৮ ঘ. ঢাকা ও টাঙ্গাইল
উত্তর: ক. ঢাকা ও গাজীপুর।
৮. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?
ক. ১০ নভেম্বর ২০২২ খ. ১৫ নভেম্বর ২০২২ গ. ১২ নভেম্বর ২০২২ ঘ. ২০ নভেম্বর ২০২২
উত্তর: গ. ১২ নভেম্বর ২০২২।