প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করলেন তামিম ইকবাল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে আজ (২০ মার্চ) ২য় ওয়ানডে খেলতে নামার আগে তামিম ইকবালের প্রয়োজন ছিল ১৪ রান। নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেন তামিম। ৩৮৩তম ম্যাচে ও ৪৪৪তম ইনিংসে এ মাইলফলকে পৌছান তামিম ইকবাল। এর মধ্যে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টিতে তামিমের ৫৭ রানও যোগ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে