ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ চলছে। আজ শনিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ও শারীরিক শিক্ষা কেন্দ্রে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।
ঢাবির রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেন, আজকে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ইতোপূর্বে ঢাকার বাইরের কেন্দ্রগুলোর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামীকাল ১৯ মার্চ (রোববার) ফলাফল প্রকাশ করা হবে।
গত ৪, ১১ এবং ১৪ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার (আওয়ামীপন্থী) গণতান্ত্রিক ঐক্য পরিষদ তাদের ২৫ জনের প্যানেল অংশ নিচ্ছে। বিএনপি-জামায়াতপন্থীরা নির্বাচন বর্জন করেছে। এছাড়া টিম অপরাজেয় ব্যানারে ৯ জন প্রার্থী হয়েছেন।