বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা “বাউয়েট বিজনেস ফেস্ট ১.০ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্নেল শেখ শামীম হোসেন (অব.) ফিতা কেটে বিজনেস ফেস্ট প্রতিযোগিতার অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনের পরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাউয়েট ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: আব্দুর রশীদ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো: সাইফুল ইসলাম, বাউয়েট বিজনেস ক্লাবের সভাপতি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: হাফিজুর রহমান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অন্যান্য শিক্ষকেরা।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে (কেস ক্র্যাকিং, বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন ও মাইক্রোসফট এক্সেল এর দক্ষতা উন্নয়ন বিষয়ে একটি ওয়ার্কশপ) বিভিন্ন বিভাগের সর্বমোট ২৭৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।