সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিযোগী বেশি হয়, তাই পাস করতে হলে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান–আন্তর্জাতিক বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে?
ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর খ. ভূমধ্য সাগর ও আরব সাগর
গ. লোহিত সাগর ও আরব সাগর ঘ. ভূমধ্যসাগর ও কাম্পিয়ান সাগর
উত্তর: ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর।
২. ‘W.R.I’ কী?
ক. জাতিসংঘের প্রতিষ্ঠান
খ. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গোষ্ঠী
গ. জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচি
ঘ. বন-সম্পর্কিত প্রতিষ্ঠান
উত্তর: ঘ. বন-সম্পর্কিত প্রতিষ্ঠান।
৩. কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
ক. ৫ জুলাই খ. ২১ জুলাই গ. ৫ জুন ঘ. ২১ জুন
উত্তর: গ. ৫ জুন।
৪. ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ কোন তারিখে পালন করা হয়?
ক. ২২ মার্চ খ. ২২ এপ্রিল
গ. ২২ মে ঘ. ২২ জুন
উত্তর: গ. ২২ মে।
৫. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
ক. ৫৪৫ খ. ৫৪৩ গ. ৬১০ ঘ. ৪১৫
উত্তর: খ. ৫৪৩
৬. গারুদা কোন দেশের বিমান সংস্থা?
ক. গ্রিস খ. জার্মানি গ. ইন্দোনেশিয়া ঘ. নেদারল্যান্ড
উত্তর: গ. ইন্দোনেশিয়া।
৭. TI-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ম্যানিলা খ. বার্লিন গ. ব্যাংকক ঘ. সিঙ্গাপুর
উত্তর: খ. বার্লিন।
৮. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
ক. ব্রিটেন খ. তুরস্ক গ. ফ্রান্স ঘ. স্পেন
উত্তর: গ. ফ্রান্স।
৯. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন খ. লিওঁ গ. প্যারিস ঘ. রোম
উত্তর: খ. লিওঁ।
১০. ‘লা-নিনা’ কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কী বোঝায়?
ক. গ্রিক : খরা ও ঘূর্ণিঝড়
খ. লাতিন : শৈত্যপ্রবাহ
গ. স্পেনীয় : বৃষ্টিপাত ও বন্যা
ঘ. মালয়েশীয় : বিপৎসংকেত
উত্তর: গ. স্পেনীয় : বৃষ্টিপাত ও বন্যা।