বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মো: মাহমুদুর রহমান ও প্রভাষক আবরার সামির নেতৃত্বে ৪ দিনব্যাপি শিক্ষা সফর গত ২০-২৩ ফেব্রুয়ারি কক্সবাজার ও সেন্টমার্টিনের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা সেইন্টমার্টিনে জাহাজ ভিড়ানোর জেটি, দ্বীপের বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে। কক্সবাজারে তারা সমুদ্রের ঢেউ থেকে কিভাবে মেরিন ড্রাইভ রক্ষা করে সেটা পর্যবেক্ষণ করে। এছাড়া কক্সবাজার রেলওয়ে স্টেশনের আইকোনিক স্টেশন বিল্ডিংয়ের নির্মাণ কৌশল পর্যবেক্ষণ করে। এ সময় দোহাজারি-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের কনস্ট্রাকশন ম্যানেজার মো: আব্দুল জাবের মিলনের সাথে ড. প্রকৌশলী মো: মাহমুদুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেন। প্রকল্পের এ্যাসিসটেন্ট প্ল্যানিং ম্যানেজার শিশির মন্ডল ও জুনিয়র কিউএস রাগিব শাহরিয়ার প্রকল্প এলাকা ঘুরিয়ে দেখান।