দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির আবেদন পড়েছে এক লাখ ৩৯ হাজার ২১৭টি।
গত ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক ডা. আবুল বাশার জানান, এবার এক লাখ ৩৯ হাজার ২১৭টি আবেদন পড়েছে। সে হিসেবে সরকারি-বেসরকারি মোট আসনের বিপরীতে ১৪ জন করে পরীক্ষা দিবেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলো মোট আসন রয়েছে চার হাজার ৩৫০টি এবং বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে নামবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি প্রায় ১৪ জন পরীক্ষায় বসবেন।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। প্রবেশপত্র পাওয়া যাবে ৭ মার্চ পর্যন্ত। মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।