কোহলির আগেই টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৫ হাজার রান করেছেন ৫ জন। এর মধ্যে ২৫ হাজার রান করতে টেন্ডুলকারের লেগেছিল ৫৭৭ ইনিংস। ২০১৩ সালে ক্যারিয়ারের ইতি টেনেছেন ৩৪ হাজারের বেশি রান করে।
সবচেয়ে কম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের স্পর্শ করলেন ভারতীয় ব্যাটিং গ্রেট বিরাট কোহলি। এই ২৫ হাজার রান করতে রিবাটের লেগেছে ৫৪৯ ইনিংস। এই তালিকায় থাকা ২য় স্থানে থাকা শচীন টেন্ডুলকারের লেগেছিল ৫৭৭ ইনিংস।
সব মিলিয়ে ষষ্ঠ এবং দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন বিরাট। এই তালিকায় থাকা অন্য চার ক্রিকেটার হলেন রিকি পন্টিং (৫৮৮), জ্যাক ক্যালিস (৫৯৪), কুমারা সাঙ্গাকারা (৬০8) ও মাহেলা জয়াবর্ধনে (৭০১)।
গত ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন কোহলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সব ফরম্যাটেই ব্যাট হাতে ভালো করছেন বিরাট। ওডিআই ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ডও বিরাটের। এছাড়াও টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত তার সংগ্রহ ৮১৩১ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০৮ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে কম ইনিংসে ২৫ হাজার রান করা ৬ ব্যাটসম্যান
ইনিংস | ব্যাটসম্যান | মোট রান | গড় |
৫৪৯ | বিরাট কোহলি | ২৫০১২ | ৫৩.৬৪ |
৫৭৭ | শচীন টেন্ডুলকার | ৩৪৩৫৭ | ৪৮.৫২ |
৫৮৮ | রিকি পন্টিং | ২৭৪৮৩ | ৪৫.৯৫ |
৫৯৪ | জ্যাক ক্যালিস | ২৫৫৩৪ | ৪৯.১০ |
৬০৮ | কুমার সাঙ্গাকারা | ২৮০১৬ | ৪৬.৭৭ |
৭০১ | মাহেলা জয়াবর্ধনে | ২৫৯৫৭ | ৩৯.১৫ |