ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছুদের ১১তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকায় নতুন বিষয়প্রাপ্তদের ১২ ফেব্রুয়ারি অফিস চলাকালীন ভর্তি শেষ করতে হবে।
এছাড়া কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে ১২ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যলয়ের ওয়েবসাইটে লগইন করে বন্ধ করতে হবে। এর আগে, ৮-৯ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, ১১তম মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৮ হাজার ৪০৯, ‘বি’ ইউনিটে ৩ হাজার ৩৪ ও ‘সি’ ২ হাজার ১০৯ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছুরা বিষয়প্রাপ্ত হয়েছেন।