স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র স্টাফ নার্স পদের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র, আসনব্যবস্থা ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময় জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।