নানান আয়োজনের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হলো ফল-২২ সেমিস্টারের ক্লাব ফেয়ার। গত ১৯ জানুয়ারি ক্লাব ফেয়ারের আয়োজন করে ইউএপি’র ছাত্র কল্যাণ অফিস। ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন ও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান যৌথভাবে গ্রীন রোডের স্থায়ী ক্যাম্পাসে ক্লাব ফেয়ারের উদ্বোধন করেন।
নবীন শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করতে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সাথে পরিচিত করার উদ্দেশ্যে সেমিস্টারের শুরুতে ক্লাব ফেয়ারের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ও ছাত্র কল্যাণ অফিসের পরিচালক মো. তাকাদ আহমেদ চৌধুরি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন। এ সময় ক্লাব সদস্যরা ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। অনুষ্ঠানে ১৬ শিক্ষার্থীকে সেরা ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত করা হয় এবং তাদেরকে সার্টিফিকেট দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান সেরা তিন ক্লাবের মাঝে পুরস্কার তুলে দেন। বিচারকমণ্ডলীর দেয়া নম্বরের ভিত্তিতে ১৫টি ক্লাবের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে ড্রামা ক্লাব, সোশ্যাল এওয়ারনেস ক্লাব, কালচারাল ক্লাব।
ফল-২২ সেমিস্টারের ক্লাব ফেয়ারে অংশ নেওয়া ক্লাবগুলো হলো- বাস্কেটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেটিং এ- পাবলিক স্পিকিং ক্লাব, ড্রামা ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এন্ট্রপ্রেনিয়রশীপ এ- ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, ফিল্ম ক্লাব, ফুটবল ক্লাব, হিস্ট্রি এ- হ্যারিটেজ ক্লাব, ইনডোর গেমস ক্লাব, লিটারেসি ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, সোশ্যাল এওয়ারনেস ক্লাব, ইয়েস ক্লাব ইউএপি।