রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস ২৯ জানুয়ারি থেকে শুরু হবে। আজ রোববার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আলী আরও বলেন, প্রতিটি বিভাগের নিজ নিজ বিভাগে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ২২ ও ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বরাদ্দকৃত বিষয় অনুযায়ী ভর্তি ফি পরিশোধ করতে হবে। বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে ফি দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। যদি কেউ ২২ ও ২৩ জানুয়ারি ভর্তি হতে না পারেন, তাহলে ২৪ জানুয়ারি ৫০০ টাকা বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবেন। সেই সাথে শিক্ষার্থীদের রক্তের গ্রুপও জানাতে হবে।