দক্ষিণ আফ্রিকায় ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে ৩ রানে হারালো বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান করে। পরে ব্যাট করতে নেমে ভারত মাত্র ২ উইকেট হারিয়ে ১১৮ রান করতে পারে। ফলে হাতে উইকেট থাকার পরও ভারতকে ৩ রানে হারতে হয়।
বাংলাদেশের হয়ে ভিসি স্বর্ণা মাত্র ৪৮ বলে ৭টি ছক্কা এবং ২টি চারে অপরাজিত ৭৮ রান ও আফিয়া ১২ রান করেন। বাংলাদেশের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। রান তাড়া করতে নেমে ভারত ২ উইকেট হারিয়ে ১১৮ রান করে। এ ম্যাচে ভারতের জি ত্রিশা ৪৪ এবং অধিনায়ক শেফালি বর্মা অপরাজিত ৪৩ রান করেন।