শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের ২৭ জন শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন। এতে ৬টি অনুষদের ২৬টি বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।
গত ১১ জানুয়ারি ডিন’স অ্যাওয়ার্ড পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার এ তথ্য জানান।
অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার আরও বলেন, আগামী ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগের ২৭ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হবে। মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের ২২২তম সিন্ডিকেট সভায় ২০২০ সাল থেকে স্নাতক পর্যায়ে এ অ্যাওয়ার্ড চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়।