সৌদি আরবের আল নাসেরে ক্রিস্টিয়ানো রোনালদোর যোগ দেওয়ার ঘটনা রীতিমত ঝড় তুলেছে। তুমুল দর্শক আগ্রহের কারণে ক্লাবটির পক্ষ থেকে পর্তুগিজ উইঙ্গারকে মহাসমারোহে বরণ করে নেওয়া হয়েছে।
এ উপলক্ষে আল নাসের স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। টেলিভিশনের পর্দায়ও চোখ রেখেছিলেন কোটি কোটি ফুটবলপ্রেমী।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আল নাসেরের ফলোয়ার সংখ্যা আকাশ ছুঁয়েছে। আর তাকে উপস্থাপনের অনুষ্ঠান উপভোগ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচটির চেয়ে বেশি মানুষ দেখেছে রোনালদোর বরণ।
ক্রীড়া সাংবাদিক পেদ্রো সেপুলেদার দেওয়া তথ্য অনুযায়ী, আল নাসেরে রোনালদোর প্রেজেন্টেশন বিশ্বের ৪০টি চ্যানেলে দেখেছেন প্রায় ৩০০ কোটি মানুষ। ওই ৪০টি চ্যানেলে এর চেয়ে কম দর্শক দেখেছেন বিশ্বকাপের ফাইনাল। যেখানে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা ঘুচিয়ে বিশ্বকাপ জেতার উৎসব করে আর্জেন্টিনা।