শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
গত ২ জানুয়ারি ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসংযোগ শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন।
প্রসঙ্গত, মো. ফজলুর রহমান ১৯৯৫ সালের ১৫ আগস্ট শাবিপ্রবির সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিতকতা বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।