ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার কেন্দ্রসমূহে আগামী ১৮ মার্চ এবং ঢাকার বাইরের কেন্দ্রসমূহে আগামী ৪ মার্চ ও ১১ মার্চ ২০২৩ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১ থেকে ১৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৪ জানুয়ারি ২০২৩। নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩ প্রকাশ করা হবে।
ঢাকার কেন্দ্রসমূহে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ঢাকার বাইরের কেন্দ্রসমূহে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের https://reggrad.du.ac.bd ওয়েবসাইট থেকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের বিস্তারিত তথ্য জানা যাবে। আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩ থেকে নির্বাচনের আগ পর্যন্ত ভোটার কার্ড ডাউনলোড করা যাবে।