সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়বলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কে?
ক. লুইজ ইনাসিও লুলা দা সিলভা খ. জাইর বলসোনারো গ. মিশেল তেমের ঘ. দিলমা রুসেফ
উত্তর: ক. লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
২. শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?
ক. দিনেশ গুনাবর্ধনে খ. আলি সাবরি
গ. রনিল বিক্রমাসিংহে ঘ. দিল্লান পিরেরা
উত্তর: গ. রনিল বিক্রমাসিংহে।
৩. বর্তমানে কমনওয়েলথের প্রধান কে?
ক. ক্যামিলা খ. বরিস জনসন গ. লিজ ট্রাস ঘ. তৃতীয় চার্লস
উত্তর: ঘ. তৃতীয় চার্লস।
৪. কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ৫৪টি খ. ৫৫টি গ. ৫৬টি ঘ. ৫৭টি
উত্তর: গ. ৫৬টি।
৫. মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. নরওয়ে খ. আয়ারল্যান্ড গ. সুইজারল্যান্ড ঘ. হংকং
উত্তর: গ. সুইজারল্যান্ড।
৬. সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ দেশ কোনটি?
ক. চীন খ. পেরু গ. অস্ট্রেলিয়া ঘ. রাশিয়া
উত্তর: ক. চীন।
৭. ২০২২ সালে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
ক. রাশিয়া খ. সিরিয়া গ. ইয়েমেন ঘ. আফগানিস্তান
উত্তর: ঘ. আফগানিস্তান।
৮. ২০২২ সালে বুকার পুরষ্কার লাভ করেন কে?
ক. মার্গারেট অটউড খ. বার্নারডাইন এভারিস্ট্রো গ. আনা বার্নস ঘ. শিহান করুণাতিলাকা
উত্তর: ঘ. শিহান করুণাতিলাকা।
৯. ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক. ২০২৩ সালে খ. ২০২৪ সালে গ. ২০২৫ সালে ঘ. ২০২৬ সালে
উত্তর: খ. ২০২৪ সালে।
১০. গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
ক. সুইজারল্যান্ড
খ. জাপান
গ. হংকং
ঘ. সিঙ্গাপুর
উত্তর: গ. হংকং।