সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়বলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. চিকিৎসা বিজ্ঞানে ২০২২ সালের নোবেল পুরস্কার পান-
ক. সান্তে পাবো খ. অ্যানি এরনো গ. জন ক্লোজার ঘ. অ্যালেন অ্যাসপেক্ট
উত্তর: ক. সান্তে পাবো।
২. ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ কোন তারিখে মৃত্যুবরণ করেন-
ক. ৯ সেপ্টেম্বর ২০২২ খ. ৮ সেপ্টেম্বর ২০২২
গ. ১৯ সেপ্টেম্বর ২০২২ ঘ. ১০ সেপ্টেম্বর ২০২২
উত্তর: খ. ৮ সেপ্টেম্বর ২০২২।
৩. বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরে চ্যাম্পিয়ন কোন দেশ?
ক. ফ্রান্স খ. জার্মানি গ. আর্জেন্টিনা ঘ. ব্রাজিল
উত্তর: গ. আর্জেন্টিনা।
৪. হরপ্পা কোথায় অবস্থিত-
ক. ভারত খ. পাকিস্তান গ. আপগানিস্তান ঘ. কোনোটাই নয়
উত্তর: খ. পাকিস্তান।
৫. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে?
ক. ১৯২০ সালে খ. ১৯২২ সালে গ. ১৯২৯ সালে ঘ. ১৯৩২ সালে
উত্তর: খ. ১৯২২ সালে।
৬. যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
ক. ১৮৬৩ সালে খ. ১৮৭২ সালে গ. ১৮৬৪ সালে ঘ. ১৮৬১ সালে
উত্তর: ক. ১৮৬৩ সালে।
৭. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
ক. ৫ বছর খ. ৪ বছর গ. ৭ বছর ঘ. ৬ বছর
উত্তর: খ. ৪ বছর।
৮. কিটো কোন দেশের রাজধানী?
ক. পেরু খ. উরুগুয়ে গ. ইকুয়েডর ঘ. প্যারাগুয়ে
উত্তর: গ. ইকুয়েডর।
৯. হাজার হ্রদের দেশ কোনটি?
ক. নরওয়ে খ. ফিনল্যান্ড গ. ইন্দোনেশিয়া ঘ. জাপান
উত্তর: খ. ফিনল্যান্ড।
১০. রেডক্রস প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৮৬৩ সালে
খ. ১৮৬৮ সালে
গ. ১৮৬৬ সালে
ঘ. ১৮৬১ সালে
উত্তর: ক. ১৮৬৩ সালে।