সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়বলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন পদত্যাগ করেন কবে?
ক. ২০ অক্টোবর ২০২২ খ. ২৫ অক্টোবর ২০২২ গ. ৩০ অক্টোবর ২০২২ ঘ. ২২ অক্টোবর ২০২২
উত্তর: গ. ৩০ অক্টোবর ২০২২।
২. পাকিস্তানের নতুন সেনাপ্রধান কে-
ক. লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির খ. লেফটেন্যান্ট জেনারেল বাজওয়া
গ. লেফটেন্যান্ট জেনারেল নাদিম ঘ. লেফটেন্যান্ট জেনারেল জামাল
উত্তর: ক. লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির।
৩. পাকিস্তানের নতুন সেনাপ্রধান কোন তারিখে দায়িত্ব গ্রহণ করেন?
ক. ২৫ নভেম্বর ২০২২ খ. ২৯ নভেম্বর ২০২২ গ. ২৮ নভেম্বর ২০২২ ঘ. ৩০ নভেম্বর ২০২২
উত্তর: খ. ২৯ নভেম্বর ২০২২।
৪. মিসর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল-
ক. ১৯৫৫ সালে খ. ১৯৫৭ সালে গ. ১৯৫৮ সালে ঘ. ১৯৫৬ সালে
উত্তর: ঘ. ১৯৫৬ সালে।
৫. মিয়ানমার রোহিঙ্গারা তাদের নাগরিত্ব হারায়-
ক. ১৯৬২ সনে খ.১৯৭৮ সনে গ. ১৯৮৬ সনে ঘ. ১৯৮২ সনে
উত্তর: ঘ. ১৯৮২ সনে।
৬. UNHCR- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক খ. রোম গ. লন্ডন ঘ. জেনেভা
উত্তর: ঘ. জেনেভা।
৭. ভার্সাই নগরী কোথায় অবস্থিত?
ক. ফ্রান্স খ. জার্মানি গ. স্পেন ঘ. কোরিয়া
উত্তর: ক. ফ্রান্স।
৮. স্টিফেন হকিং একজন-
ক. দার্শনিক খ. পদার্থবিদ গ. কবি ঘ. রসায়নবিদ
উত্তর: খ. পদার্থবিদ।
৯. ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কে দেন?
ক. চার্লস ডি গ্যালে খ. চার্লস ডি ফিলিপ গ. চার্লস ডি পল ঘ. চার্লস ডি
উত্তর: ক. চার্লস ডি গ্যালে।
১০. ‘দারফুর’ অঞ্চলটি কোন দেশে অবস্থিত?
ক. মিসর
খ. ফ্রান্স
গ. সুদান
ঘ. জিবুতি
উত্তর: গ. সুদান।