ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে এসেও আরও একবার হারলো বাংলাদেশ। অথচ হারের মাত্র আধা ঘণ্টা আগেও ভারতের চেয়ে বেশ এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শ্রেয়াস আইয়ার ও রবীচন্দ্রন অশ্বিনের ৭১ রানের জুটিতে ঢাকা টেস্টে জয়ের খুব কাছে গিয়েও ৩ উইকেটে হারল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে জয় পেয়ে ২-০ তে সিরিজ জিতলো লোকেশ রাহুলের ভারত।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গত ২৪ ডিসেম্বর চতুর্থ দিনের খেলায় ১০০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল ভারত, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু এতো কম রানের লক্ষ্যেও ভারতকে বিরাট চাপের মুখে ফেলে দিয়েছিল বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারে সাকিবের আঘাত দিয়ে শুরু। জয়দেব উনাদকাটকে সাজঘরে ফিরিয়ে টাইগারদের পঞ্চম উইকেট এনে দেন অধিনায়ক নিজেই।