চট্টগ্রাম টেস্টে বলে হাত ঘুরিয়েছেন মাত্র ১২ ওভার, ২৬ রান দিয়ে উইকেটশূন্য। তবে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৮ বলে ৮৪ রান করে টেস্ট র্যাঙ্কিংয়ের অলরাউন্ডার তালিকায় সেরা তিনে উঠে গেছেন সাকিব আল হাসান। সাকিবের উত্থানে এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
সাকিব বর্তমানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন।