নিজের অভিষেক টেস্টে বিশ্বরেকর্ড করলেন ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পাওয়া লেগ স্পিনার রেহান আহমেদ। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ট বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। সেই ম্যাচে তার বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন। ১১ বছর পর এই রেকর্ড ভাঙলেন ১৮ বছর ১২৬ দিন বয়সে টেস্ট খেলতে নামা রেহান।
৫৪ রান করা বাবরকে আউট করে ১১০ রানের জুটি ভাঙেন রেহান। এরপর একে একে রেহান তুলে নেন শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান ও মোহাম্মদ ওয়াসিমের উইকেট।