ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ও কিপার-ব্যাটসম্যান জস বাটলার আইসিসির নভেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। নভেম্বর মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম গত ১২ ডিসেম্বর নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আইসিসি। সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পাকিস্তানের সিদ্রা আমিন। টানা দুই মাসে এই সম্মাননা পেলেন পাকিস্তানের মেয়েরা। অক্টোবরের সেরা হয়েছিলেন নিদা দার।
নভেম্বর মাসে মোট ৪টি টি-টোয়েন্টি খেলে দুই ফিফটিতে ২০৭ রান করেন বাটলার। সিদ্রা আমিন এই পুরস্কার পান নভেম্বরে পাকিস্তানের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করায়। ৩ ম্যাচে ১টি করে সেঞ্চুরি ও ফিফটিতে ২৭৭ রান করেন পাকিস্তানের এই ওপেনার। প্রথম ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৭৬ রান করে অপরাজিত থাকেন সিদ্রা আমিন। দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৯১। তার অসাধারণ পারফরম্যান্সে সিরিজটি ৩-০ তে জেতে পাকিস্তান।