সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ১৯টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
সাধারণ জ্ঞান
প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক। পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে?
উত্তর : ৭টি।
খ। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার?
উত্তর : ৮৮৫০ মিটার।
গ। পৃথিবীতে ধান উৎপাদনে শীর্ষ দেশের নাম কি?
উত্তর : চীন।
ঘ। জনসংখ্যা এবং আয়তনে এশিয়ার ছোট দেশের নাম কি?
উত্তর : মালদ্বীপ।
ঙ। কোষ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৬৬৬ সালে।
চ। নিউক্লিয়াস কাকে বলে?
উত্তর : প্লোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তু
ছ। কম্পিউটারের মূল অংশ কয়টি?
উত্তর : ৪টি।
জ। কোন কোন অঞ্চল সমতট জনপদের অন্তর্ভূক্ত ছিল?
উত্তর : কুমিল্লাা ও নোয়াখালী।
ঝ। OMR এর পূর্ণরূপ কী?
উত্তর : Optical Mark Reader/Recognition.
প্রশ্ন : নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো।
ক। বাংলায় শেষ হিন্দু রাজা —- ।
খ। সিলেট —- জনপদের অংশ ছিল।
গ। —- হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী।
ঘ। কোষপ্রাচীর —- পদার্থ দ্বারা তৈরী।
ঙ। RAM-এর পূর্ণরূপ —- ।
উত্তর : ক। বাংলায় শেষ হিন্দু রাজা লক্ষণ সেন।
খ। সিলেট হরিকেল জনপদের অংশ ছিল।
গ। ইয়াং সিকিয়াং হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী।
ঘ। কোষপ্রাচীর জড় পদার্থ দ্বারা তৈরী।
ঙ। RAM-এর পূর্ণরূপ Random Access Memory।
প্রশ্ন : নিচের বাক্যগুলোর সত্য/মিথ্যা লিখ।
ক। পৃথিবীর বৃহত্তম বনভূমি সুন্দরবন।
উত্তর : সত্য।
খ। স্ক্যানার একটি আউটপুট ডিভাইস।
উত্তর : মিথ্যা।
গ। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল।
উত্তর : সত্য।
ঘ। প্রাণী কোষে প্লাস্টিড থাকে।
উত্তর : মিথ্যা।
ঙ। পৃথিবীতে মহাসাগর রয়েছে ৫টি।
উত্তর : সত্য ।