প্রমি এগ্রো ফুড লিমিটেডে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে ২ ধরনের পদে ২২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন।
পদের নাম : সেলস অফিসার।
পদের সংখ্যা : ২০০টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি পাস। তবে খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর পর্যন্ত হবে।
পদের নাম : এরিয়া সেলস ম্যানেজার।
পদের সংখ্যা : ২০টি।
আবেদনের যোগ্যতা : অনার্স বা মাস্টার্স পাস। খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা ২৫-৩৫ বছর থাকতে হবে।
যে সব কাগজপত্রসহ সরাসরি উপস্থিত হতে হবে : আগ্রহীদের জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে সরাসরি উপস্থিত হতে হবে।
সরাসরি উপস্থিত হওয়ার তারিখ ও সময় : ১৭ নভেম্বর থেকে ২৫ নভেম্বর, ২০২২ তারিখে শুক্রবারসহ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি উপস্থিত হতে হবে।
সরাসরি উপস্থিত হওয়ার ঠিকানা : প্রধান কার্যালয়, ৪৮৭ গোবিন্দপুর, মৈনারটেক, উত্তরখান, ঢাকা-১২৩০।