বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০-এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ ১৪ নভেম্বর (সোমবার) এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) স্কুল পর্যায়ের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং ৩১ ডিসেম্বর (শনিবার) কলেজ পর্যায়ের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন প্রায় ১২ লাখ চাকরিপ্রার্থী।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচের লিংকে ক্লিক করুন :